আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে গত বছরের অক্টোবরেই দেশের বাজারে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। ভোজ্যতেলের বাজারের এ উত্তাপ এখনো চলছে। সরবরাহ সংকটের শঙ্কায় দাম বাড়ছে গম ও লবণের। আমদানি ব্যয় রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় গত সপ্তাহে খুচরা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়। যদিও এখন তা কিছুটা কমে এসেছে।