আসছে ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ
প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আসছে। এ প্যাকেজের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা দেয়া হবে। এ ঋণ বিতরণ হবে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান (এমএফআই) বা এনজিওর মাধ্যমে। গতকাল এক ওয়েবিনারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এ তথ্য জানান।