প্রসঙ্গ: ভিডিও আর্ট

বিশ্বব্যাপী ভিডিও আর্ট আজ দৃশ্য শিল্পের মূল ধারার কেননের অংশ। কী ধরনের চিন্তা, ভাবনা, বিশ্বাস ও রাজনৈতিক পরিস্থিতি ভিডিও আর্টকে দৃশ্য শিল্পে একটি জনরা (Genre) হিসেবে স্বীকৃতি দিল তার পরিচ্ছন্ন ধারণার জন্য ভিডিও আর্টের সূচনা পর্বের পর্যালোচনা আবশ্যক।