প্রাচীন বাংলায় চিত্রকলার ঐতিহ্য

বৌদ্ধ বিশ্বাসের প্রাচীন পুস্তক ‘দিব্যাবদান’। বইটিতে উদ্ধৃত ‘বীতাশোকাবদান’ কাহিনী থেকে জানা যায়, পুণ্ড্রবর্ধনের নির্গ্রন্থীরা একটা চিত্রকর্ম তৈরি করেছিল গৌতম বুদ্ধকে অপমান করে। চিত্রকর্মে বুদ্ধকে রাখা হয়েছিল নির্গ্রন্থীদের পায়ের নিচে। এমন কাজে ক্রুদ্ধ হয়ে সম্রাট অশোক পুণ্ড্রবর্ধনের নির্গ্রন্থী আজীবিকদের সমূলে বিনাশ করেন। প্রায় আড়াই হাজার বছর পর দাঁড়িয়ে ঘটনার সত্যাসত্য নির্ণয় করতে বসা অনর্থক। তবে এর থেকে সহজেই অনুমান করা যায়, সময়টিতে বাংলায় চিত্রকর্মের প্রচলন ছিল। বাংলায় চিত্রকলার সমৃদ্ধ সে ইতিহাস প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকেও জানা যায়।