টিসিয়ানের চিত্রকর্ম বিক্রিতে নতুন রেকর্ড

মুহম্মদ আল মুখতাফি

রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট ছবি: ক্রিস্টি’জ

ইতালীয় রেনেসাঁর শ্রেষ্ঠ চিত্রকরদের একজন টিসিয়ান। তিনি জন্মগ্রহণ করেছেন ১৪৮৮ সালের ভেনিসে। চিত্রকর্মে রঙের সমন্বয় ও ব্রাশের ব্যবহারে তার মুন্সিয়ানা বিশেষভাবে প্রশংসিত বোদ্ধা মহলে। প্রায় সব ঘরানার চিত্রকর্মেই তার দখল ছিল বিস্ময়কর। তৈরি করে গেছেন ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট। কখনো পার্থিব, কখনো আধ্যাত্মিক আবার কখনো পৌরাণিক বিষয়বস্তুকে কেন্দ্র করে ঘুরেছে মনন। দীর্ঘ জীবেনের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে নাটকীয়ভাবে পরিবর্তন ঘটেছে তার স্টাইলে। সেসব অনন্য নিদর্শনের একটি ‘রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট’। ১৮ ইঞ্চি ২৫ ইঞ্চি মাপের চিত্রকর্মটিতে উঠে এসেছে খ্রিস্টীয় বিশ্বাসের অনুষঙ্গ। সেখানে দেখা যায়, শিশু যিশুকে কোলে নিয়ে বসে আছেন মা মেরি। পাশেই তাদের নিরাপত্তায় সতর্ক চোখে বসে আছেন জোসেফ। চিত্রকর্মটি সম্প্রতি বিক্রি হয়েছে ২ কোটি ২১ লাখ ৭৮ হাজার ২৮০ ডলারে।

টিসিয়ানের চিত্রকর্মটি আঁকা হয়েছিল ১৫১০ সালে। নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’জ। মূল্য বিবেচনায় এটি টিসিয়ানের বিক্রি হওয়া চিত্রকর্মের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে শেষবার যখন ১৮৭৮ সালে চিত্রকর্মটি নিলামে ওঠে, তখন তা কিনেছিলেন জন আলেকজান্ডার থাইন। সেখান থেকেই উত্তরাধিকার সূত্রে কিওয়িলিন থাইনের হাতে আসে। ব্যবসায়ী কিওয়িলিন থাইন নিজ থেকেই নিলাম আহ্বানকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’জকে চিত্রকর্মটি বিক্রির ব্যাপারে প্রস্তাব দেন। টিসিয়ানের শেষ ধর্মীয় চিত্রকর্মগুলোর একটি এটি। বিক্রির আগে দেয়া ক্রিস্টি’জের বিবৃতিতে বলা হয়, ‘টিসিয়ানের শেষদিকের ধর্মীয় কাজগুলোর একটি। এর পরে তার চিত্রকর্মকে ধর্মীয় বিষয়ে খুব বেশি প্রভাবশালী দেখা যায় না।’ ক্রিস্টিজের যুক্তরাজ্য শাখার চেয়ারম্যান অরলান্ডো রক বলেছেন, ‘মহান এ চিত্রকর্ম টিসিয়ানের যৌবনের সবচেয়ে কাব্যিক চিত্রকর্মগুলোর একটি। এর মধ্য দিয়ে তার ধর্মীয় চিন্তাচেতনা প্রবলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। এটা পরবর্তী সময়ে ডিউক, আর্চডিউক, হোলি রোমান সাম্রাজ্যের সম্রাটদের হাত ঘুরে এসেছে। এর সৌন্দর্য ও প্রশংসনীয় রঙের জন্যই দুবার অন্তত চুরির মুখোমুখি পড়েছে। প্রথম দফা নেপোলিয়নের সময়ে ও দ্বিতীয় দফা ১৯৯৫ সালে। ১৯৯৫ সালে চুরি হয়ে যাওয়ার পর পেইন্টিংটি তার ফ্রেমবিহীন অবস্থায় একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে পাওয়া যায়। তাও পাওয়া যায় লন্ডনে প্রায় সাত বছর পর।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন