গত ১৮ মে ২০২২, বুধবার, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী চলে এই আয়োজন। মেলায় ছিল দেশের শীর্ষ সব এনবিএফআইয়ের সকল সেবা ও অফার। দেশে বিদ্যমান নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পণ্য, সেবা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার প্রয়াস থেকে আমাদের এ আয়োজন।
সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন,এমপি এবং সন্ধ্যা ৬টায় সমাপন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির। এছাড়া মেলার অংশ হিসেবে ছিল আলোচনা সভা।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করলেই ছিল মোটরসাইকেল, আইফোন,রেফ্রিজারেটর, ল্যাপটপ, ঢাকা-মালদ্বীপ-ঢাকা,ঢাকা-কলকাতা-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট, স্মার্ট টিভিসহ নানা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। সর্বস্তরের দর্শনার্থীদের জন্য আয়োজনটি উন্মুক্ত।
স্বাধীনতার ৫০ বছর পার করে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ। দেশের অর্থনীতি উন্নয়ন-প্রসারণে সহযোগী হিসেবে ব্যাংকগুলোর পাশাপাশি কাজ করছে আর্থিক প্রতিষ্ঠানগুলোও। এসব আর্থিক প্রতিষ্ঠান নিয়ে প্রথমবারের মতো একটি মেলার আয়োজন করে বণিক বার্তা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল সকালে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। মেলার পাশাপাশি ‘অর্থনৈতিক উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মেলার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিষেবা ও অফারগুলো জানতে আগ্রহী দর্শক সমাগমে দিনব্যাপী পরিপূর্ণ ছিল মেলা প্রাঙ্গণ ।
মেলার পাশাপাশি ‘অর্থনৈতিকউন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।সন্ধ্যায় মেলার সমাপন ঘোষণা ও চেক প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।বিভিন্ন পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন দেশের অর্থনীতি ও আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।