যে ছবি বিশ্বকে ভাবায়

হোসাইন সুহি

দ্য ফ্লাওয়ার থ্রোয়ার ছবি: আর্ট নিউজ

পৃথিবীজুড়ে সেরা কয়েকজন চিত্রশিল্পীদের মধ্যে ব্যাঙ্কসি অন্যতম। তবে ব্যাঙ্কসিকে নিয়ে কৌতূহল যেন কিছুটা বেশি। কে এই শিল্পী, কোথায় থাকেন আদৌতে এ নামে কেউ আছে কিনা কারো জানা নেই। অনেকের মতেই ব্যাঙ্কসি একজন চলচ্চিত্রকার আবার কারো ধারণা ব্যাঙ্কসি সংগীত জগতের কেউ। ব্যাঙ্কসিকে কেউ চেনেনও না, যেটুকি চেনা জানা রয়েছে তাকে ঘিরে পুরোটাই তার চিত্রকর্ম নিয়ে। ব্যাঙ্কসিকে তাই স্ট্রিট আর্টিস্টও বলা যায়। অনেকটা আমাদের সুবোধ শিরোনামে আঁকা চিত্রকরের মতো। লোকালয় এড়িয়ে কখন যেন শহরের দেয়ালজুড়ে গ্রাফিতি এঁকে চলে যান। এ গ্রাফিতি বা দেয়াল চিত্রগুলোর পেছনে লুকিয়ে থাকে নানা বার্তা, যা প্রতিটি মানুষকে ভাবায়। সে কারণেই হয়তো ব্যাঙ্কসিকে নিয়ে সবার এত আগ্রহ। তবে ব্যাঙ্কসির অবস্থান জানতেও সবসময়ই তার আঁকা গ্রাফিতিগুলোর ওপর সবার দৃষ্টি থাকে। ব্যাঙ্কসির কাজে কখনো হাস্যরস, কখনো সামাজিক-রাজনৈতিক নানা বিষয়ের গভীর ছাপ উপলব্ধি করা যায়।

তবে দ্য ফ্লাওয়ার থ্রোয়ার বা লাভ ইস ইন দি এয়ার এটি ব্যাঙ্কসির সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম বা গ্রাফিতি। দেয়ালজুড়ে আঁকা এ চিত্রে দেখা মেলে একজন ফিলিস্তিনি যুবক, যার মুখ কালো কাপড়ে ঢাকা এবং তার হাতে রয়েছে একটি ফুলের তোড়া, সে তোড়াই যেন সে ছুড়ে মারছে। ২০০৩ সালে ফিলিস্তিনের বেইন্ট সাহুরের পশ্চিম ব্যাংকের দেয়ালজুড়ে প্রথম এ গ্রাফিতি দেখা যায়। ফিলিস্তিনের সে দেয়াল থেকে মাত্র ৭৬০ কিলোমিটার দূরে ইসরায়েলের অবস্থান। ব্যাঙ্কসির অন্যসব কয়টি গ্রাফিতির মতোই এটিও সবাইকে গভীরভাবে ভাবায়। এ গ্রাফিতির মধ্য দিয়ে ব্যাঙ্কসি পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারকে দেখাতে চেয়েছেন। বেশ বড় এ দেয়াল হয়ে উঠেছে ব্যাঙ্কসির জন্য একটি মুক্ত ক্যানভাস। ব্যাঙ্কসির লাভ ইজ ইন দি এয়ার বা ফ্লাওয়ার থ্রোয়ার গ্রাফিতিতে একটি শক্তিশালী যুদ্ধবিরোধী বার্তা রয়েছে, যা পশ্চিম তীরের দেয়ালে একটি ম্যুরাল হিসেবে মর্মস্পর্শীভাবে আত্মপ্রকাশ করেছে। ভাবা হয়েছে হয়তো দেয়ালের বিপরীত থেকে আপাতদৃষ্টিতে একটি বোমা নিক্ষেপ করতে চলেছে কেউ, তার পরিবর্তে সহিংসতা প্রতিস্থাপন করার জন্যই শান্তির প্রতীকী আবেদনে একগুচ্ছ ফুল ছুড়ে দেয়া হচ্ছে। গ্রাফিতিটি করা হয়েছে সাদা ও কালো রঙে, তবে কেবল হাতে থাকা ফুলগুলো ছিল রঙিন। ব্যাঙ্কসি পরিচিত তার এ ধরনের উন্মুক্ত চিত্রকর্মের জন্যই। কারণ তার শিল্পকর্ম মানুষকে ভাবায়, চিন্তা করতে বাধ্য করে। তবে চিত্রকর্মটি নিয়ে অনেকেরই আরো নানা মত আছে। জানা গেছে, ২০০৫ সালে জেরুজালেমে একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু অংশগ্রহণকারীরা বিক্ষোভকারীদের দ্বারা অতর্কিত হয়েছিল এবং তারা তিনজনকে ছুরিকাঘাত করেছিল। অনেককে আহতও করেছিল। সেখানেরই কারো কারো ভাষ্যমতে, দ্য ফ্লাওয়ার থ্রোয়ারে কালো ও সাদা মানুষটি একজন প্রতিবাদকারী বা দাঙ্গাবাজদের রুখে দেয়ার জন্য প্রতিনিধিত্ব করছেন। একগুচ্ছ ফুল দিয়ে অস্ত্র প্রতিস্থাপন করে ব্যাঙ্কসি শান্তির পক্ষে ওকালতি করছেন। এছাড়া দীর্ঘস্থায়ী ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে হারিয়ে যাওয়া জীবনের স্মৃতিকেও উপস্থাপন করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন