ডোনাল্ড ট্রাম্পের হত্যাচেষ্টাকারীর সঙ্গে যোগসূত্র নেই দাবি ইউক্রেনের

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগসূত্র নেই বলে জানিয়েছে ইউক্রেন। এর আগে ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ব্যক্তি ইউক্রেনের সমর্থক ছিলেন। এর আগে তিনি ঘোষণা করেছিলেন যে ইউক্রেনে যুদ্ধ করার জন্য বিদেশী স্বেচ্ছাসেবকদের নিয়োগ করতে চান। খবর রয়টার্স।

দুই মাসের মধ্যে রিপাবলিকান প্রার্থীর ওপর দ্বিতীয় হামলা প্রচেষ্টাকে ভণ্ডুল করে দিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে তাকে হত্যার চেষ্টা করা হয়। গত রোববারের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী রায়ান ওয়েসলি রুথ। ৫৮ বছর বয়সী এ ব্যক্তি ইউক্রেনের কট্টর সমর্থক। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর সেখানে ভ্রমণ করেছিলেন তিনি।

এর আগে ১৩ জুলাই একটি সমাবেশে একজন বন্দুকধারী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালায়। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়।

ডোনাল্ড ট্রাম্প গতকাল সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তাকে সুরক্ষিত রাখার জন্য সিক্রেট সার্ভিস এবং পুলিশকে ধন্যবাদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন