কারখানার সব মেশিনারিজ সরাসরি সুইজারল্যান্ডভিত্তিক সাপ্লায়ার থেকে আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ছবি: আকিজ এসেনসিয়ালস লিমিটেড (ফ্লাওয়ার মিল)

প্রাথমিক প্রতিবন্ধকতা

কারখানা নির্মাণের পাশাপাশি মেশিন ইনস্টলেশন কাজ একসঙ্গে চালিয়ে যাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। কারখানার সব মেশিনারিজ সরাসরি সুইজারল্যান্ডভিত্তিক সাপ্লায়ার থেকে আনা হয়েছে। বিদ্যুৎ সরবরাহের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা সোলার সিস্টেম বা অন্যান্য বিকল্পের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি গ্যাস লাইনের চাহিদা মেটানোর জন্যও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠাকালে আকার ও শ্রমিক

কারখানাটি ৭ দশমিক ৬ একর জমির ওপর নির্মিত, যেখানে ৬০ জন দক্ষ শ্রমিকের মাধ্যমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। 

বর্তমানে কারখানায় ১৬০ জন অভিজ্ঞ শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের সঠিক সময়ে বেতন, বোনাস এবং অতিরিক্ত কাজের পারিশ্রমিক প্রদান করা হয়। এছাড়া তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা দেয়া হয়। কর্মীদের কল্যাণ ও উন্নয়নের প্রতি কারখানার প্রতিশ্রুতি অটুট।

বিভিন্ন ইউনিট

কারখানা চারটি বিশেষায়িত বিল্ডিংয়ের মাধ্যমে উচ্চমানের উৎপাদন নিশ্চিত করে:

১. ইনটেক বিল্ডিং: এখানে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের মাধ্যমে কাঁচামাল সাইলো থেকে সরাসরি মিলের বিন পর্যন্ত গম সরবরাহ করা হয়, যা নিশ্চিত করে সঠিক পণ্যের সঠিক গুণাগুণ।

২. হুইট ব্যাগিং ইউনিট: আটা, ময়দা, সুজি, ভুসি ও গম সম্পূর্ণ অটোমেটিক ব্যাগিং মেশিনের মাধ্যমে ব্যাগে প্যাকেজিং করা হয় এবং ট্রাকে লোড করা হয়।

৩. মিলিং ইউনিট: বিশ্বমানের সুইস প্রযুক্তির আধুনিক স্বয়ংক্রিয় মেশিনে গম মিলিং করা হয়, যা থেকে উচ্চমানের আটা ও ময়দা উৎপাদন নিশ্চিত হয়। 

৪. প্যাকার বিল্ডিং: এখানে আটা, ময়দা, সুজি ইত্যাদি পণ্য ব্যাগিং করে ট্রাকে তোলা হয়, যা নিশ্চিত করে সময়মতো ও নিরাপদ ডেলিভারি।

সম্প্রসারণের পরিকল্পনা 

মিলের সব ইউনিট বর্তমানে পূর্ণ সক্ষমতার সঙ্গে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতের জন্য আরো ৬০০ টন উৎপাদনের সম্প্রসারণ পরিকল্পনা করা হয়েছে। এছাড়া একই স্থানে বাংলাদেশের সবচেয়ে বড় ও আধুনিক ডাল মিলের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটি আমাদের প্রতিশ্রুতি এবং উদ্ভাবনমূলক দক্ষতার এক উজ্জ্বল প্রমাণ, যা দেশের শিল্পে একটি নতুন মাইলফলক স্থাপন করবে।

রফতানি 

বর্তমানে পণ্য রফতানি করা হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা রয়েছে।

ব্যবসার আকার ও বাজার অংশীদারত্ব 

বর্তমানে বাংলাদেশের বাজারে ময়দা ব্যবসার আকার ৩৩ লাখ টনে পৌঁছেছে। নতুন প্রতিষ্ঠিত আকিজ এসেনসিয়ালস লিমিটেডের ফ্লাওয়ার মিল ফ্যাক্টরি এ বাজারে উল্লেখযোগ্য অংশীদার হওয়ার দৃঢ় প্রত্যাশা করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন