ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি, ঢাবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন।

এ তিনজনকে গ্রেফতারের কথা গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

গতকাল বুধবার রাতে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে তোফাজ্জল হোসেন (৩২) নামে ওই যুবককে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। পরিচিত অনেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলে চিহ্নিত করেছেন।

পুলিশ জানিয়েছে, চোর সন্দেহে গণপিটুনির পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন