প্রতিদিন ১ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই ১১৬ কোটি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২০ টাকা দরে বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার ৬৪ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন ১ হাজার কোটি টাকারও বেশি মূল্যমানের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা।

বিনিময় হারজনিত অস্থিরতার কারণে ২০২৩ সালের আগস্ট ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় হয়েছিল। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের একরোখা সিদ্ধান্তের কারণে গত বছরের সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স আসে মাত্র ১৩৩ কোটি ডলার। সে হিসাবে চলতি সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহে অন্তত ৫০ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ৯৬ লাখ ডলার। ২০২৩-২৪ অর্থবছরের এ দুই মাসে ৩৫৭ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ। যেখানে গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ৫৬ শতাংশ কমে গিয়েছিল।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। হুন্ডি বা দেশ থেকে অর্থ পাচারের চাহিদাও কমে গেছে। এ কারণে ব্যাংক খাতের চেয়ে খুচরা বাজারে (কার্ব মার্কেট) এখন ডলারের দাম কম। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা প্রণোদনাসহ ১২৩ টাকা পাচ্ছেন। যেখানে কার্ব মার্কেটে প্রতি ডলার লেনদেন হচ্ছে ১২১-১২২ টাকায়।

দেশের রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স। গত অক্টোবর থেকে দেশের রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধির ধরায় ছিল। এর মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে প্রতি মাসে প্রবাসী আয় এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি। কিন্তু জুলাইয়ে এসে সে প্রবাহে বড় ধরনের ধাক্কা খায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন