পোলিও টিকার কর্মসূচি বাতিল করেছে আফগানিস্তান— জাতিসংঘ

বণিক বার্তা অনলাইন

ছবি: এপি

আফগানিস্তানে পোলিও টিকার কর্মসূচি বাতিল করে দিয়েছে তালিবান নিয়ন্ত্রিত সরকার। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘ এ খবর জানিয়েছে। টিকার ক্যাম্পেইন বাতিল করার ফলে বিশ্বব্যাপী পোলিও নির্মূল করা কঠিন হয়ে উঠল। কারণ, আফগানিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পোলিও আক্রান্ত এলাকা যেখানে টিকাহীন শিশুরা ভবিষ্যতে মারাত্মক ঝুঁকিতে পড়বে। খবর এপি।

পোলিওজনিত পক্ষাঘাতগ্রস্ত রোগের প্রাদুর্ভাব কখনো থামানো যায়নি এমন দুটি দেশের একটি আফগানিস্তান। দ্বিতীয় দেশটি হচ্ছে পাকিস্তান।

সেপ্টেম্বরে টিকাদান অভিযান শুরু হওয়ার ঠিক আগে স্থগিতাদেশের খবর জাতিসংঘের সংস্থাগুলোতে জানাজানি হয়েছিল। স্থগিতাদেশের জন্য কোনো কারণ দেখানো হয়নি। তালেবান নিয়ন্ত্রিত সরকারের পক্ষ থেকে মন্তব্যের জন্য তাৎক্ষণিক কাউকে পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ঘরে ঘরে টিকাদানকে নিরুৎসাহিত করে তালিবান। এর পরিবর্তে মসজিদের মতো জায়গায় টিকা দেয়ার বিষয়ে আলোচনা করতে আগ্রহ দেখায়।

ডব্লিউএইচও চলতি বছর আফগানিস্তানে ১৮ জন পোলিও রোগী শনাক্ত করেছে, যেখানে ২০২৩ সালে ৬ জন রোগী শনাক্ত করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন