প্যারিস অলিম্পিক

৬৪ জনের মধ্যে ৪৫তম হলেন বাংলাদেশের সাগর

ক্রীড়া প্রতিবেদক

ছবি: এপি

প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন শুক্রবার। তার আগের দিন আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) খেলতে নেমেছিলেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। রিকার্ভ এককের র‍্যাংকিং রাউন্ডে তিনি ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন। এবার বাংলাদেশ থেকে যে পাঁচজন অ্যাথলিট প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে একমাত্র সাগরই সরাসরি কোয়ালিফাই করেছেন। তার পারফরম্যান্স তাই হতাশ করবে বাংলাদেশকে। তিনিও নিশ্চয়ই এই ফলাফলে খুশি নন।  

 

৩০ জুলাই টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী ইতালির মাউরো নেসপোলিকে পরের রাউন্ডে সামনে পেয়েছেন সাগর। আজ র‍্যাংকিং রাউন্ডে মাউরো ৬৭০ স্কোর করে ২০তম হয়েছেন। তাকে হারিয়ে সেরা ৩২-এ জায়গা করে নেয়া সাগরের জন্য কঠিনই হতে পারে। রিকার্ভ এককে র‍্যাংকিং রাউন্ডে আর্চাররা ৭২টি করে তির মারেন। মোট স্কোর ৭২০। সাগর ৬৫২ পয়েন্ট স্কোর করে ৪৫তম হয়েছেন।

 

এই রাউন্ডে ৬৮৬ পয়েন্ট স্কোর করে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উজিন। দ্বিতীয় হয়েছেন আরেক দক্ষিণ কোরিয়ার আর্চার কিম জে ডিওক (৬৮২)। তৃতীয় হন জার্মানির উনরাহ ফ্লোরিন (৬৮১)। ভারতের বোমাদেবারা ধীরাজ ৬৮১ পয়েন্ট নিয়ে হয়েছেন চতুর্থ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন