ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ।

 

এটি সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের চতুর্থ ফাইনাল। ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে তিন ফাইনালে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবার নেপাল, পরে দুবার ভারতের কাছে হেরেছে তারা। এবার ফাইনালে সামনে নেপাল। নেপাল রোববার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে।

 

এর আগে গ্রুপ পর্বে নেপালের কাছে ২–১ গোলে হেরেছে বাংলাদেশ। এবার ফাইনালে কি সেই হারের প্রতিশোধ নিতে পারবে মারুফুল হকের দল? বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনাল। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন