বাংলাদেশের ইতিহাসে ‘সেরা’ টেস্ট দলকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

ক্রীড়া প্রতিবেদক

ছবি: হার্শা ভোগলে

ভারতীয় বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি নাজমুল হোসেন শান্তর এই বাহিনীকেই বলছেন বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট স্কোয়াড।

 

সদ্যই পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশে সামর্থ্য নিয়ে আর কেউ প্রশ্ন তুলছে না। ভারতের সঙ্গে এ মাসে দুই টেস্ট সিরিজ সামনে দেশটির সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বাংলাদেশের প্রশংসা করেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন ভোগলেও।

 

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের স্কোয়াড নিয়ে হার্শা ভোগলে বলেছেন, ‘তারা ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে, বৃষ্টির কারণে দুটি ড্র ছাড়া সব হেরেছে। একটা টেস্টে জেতার খুব কাছে গিয়েছিল। সেটা সর্বশেষ যে ম্যাচ ছিল ঢাকায়। ২০১৯ সালে সফরে এসে তারা যে দুই টেস্ট খেলল তাদের কাছ থেকে কোন লড়াইয়ের তাড়না পাইনি। কিন্তু এবার তা-ও বাংলাদেশ দলটাকে নিয়ে কেন আমি এত আগ্রহী? কারণ আমি সত্যিই বিশ্বাস করি লম্বা সময় ধরে আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড।’

 

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যেসব কারণে এই স্কোয়াড তাদের সেরা বলব তা হচ্ছে এক নম্বরে তাদের এখন গতিময় পেসার আছে। নাহিদ রানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার। সব সময় আমরা সত্যিকারের পেসের কথা বলি যেটাতে কিছু না কিছু হয়, নাহিদের তা আছে। পাকিস্তানের খুব ভালো ব্যাটারদের সে ভুগিয়েছে। হাসান মাহমুদ আরেকজন যে বেশ কিছু উইকেট নিয়েছে। তাসকিন আহমেদের নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ যে সে কেমন মানের বোলার। বেশি যে দুই কারণে আমি তাদের উঁচুতে রাখছি তা হচ্ছে তাদের দুজন লোক আছে যারা কিপিং করতে পারে এবং একই সঙ্গে দারুণ ব্যাটার (মুশফিকুর রহিম ও লিটন দাস)। একদম খাঁটি ব্যাটার হিসেবে একাদশে থাকতে পারে।’

 

স্পিন বোলিং অ্যাটাক নিয়ে তিনি বলেন, ‘দুজন প্রকৃত স্পিন বোলিং অলরাউন্ডার আছে। সাকিব আল হাসান অবশ্যই এবং প্রতিটা সময়ে যে ভালো করছে, আমি যার কথা প্রায়ই বলি সে হচ্ছে মেহেদী হাসান মিরাজ।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন