পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন

রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের আশা বড় হচ্ছে বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

উইকেট শিকারের পর অভিনন্দনে সিক্ত সাকিব আল হাসান। ছবি: এপি

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ১১৭ রানের লিড পাওয়া বাংলাদেশ আজ রোববার পঞ্চম ও শেষ দিন স্বাগতিকদের ষষ্ঠ উইকেটের পতন ঘটিয়ে জয়ের আশা জাগিয়েছে। স্বাগতিকরা ৩৬ ওভারে ৬ উইকেটে ১০৮ রান তুলে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায়। মোহাম্মদ রিজওয়ান ২১ ও শাহিন শাহ আফ্রিদি ১ রানে অপরাজিত। দুই ইনিংস মিলে ৯ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

 

পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ৫৬৫ রানের সৌধ গড়ে, যা নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুশফিকুর রহিম করেন ১৯১ রান। এছাড়া ফিফটি করেন সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

 

শনিবার চতুর্থ দিন বিকালে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে ফেরান শরিফুল ইসলাম। আজ সকালে শান মাসুদকে উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফরান হাসান মাহমুদ। এরপর বাবর আজমকে বোল্ড করেন তরুণ পেসার নাহিদ রানা। চতুর্থ উইকেটের পতন ঘরে সাকিব আল হাসানের ঘূর্ণিতে। তার বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সৌদ শাকিল।

 

মোহাম্মদ রিজওয়ান এসে মারমুখী ব্যাটিং করতে থাকলে পঞ্চম উইকেটে ভর করে পাকিস্তানের রান একশ পেরিয়ে যায়। তখনই আবার সাকিবের আঘাত। আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ নেন সাদমান ইসলাম। পরের ওভারে মেহেদী হাসান মিরাজ এসে আউট করেন নতুন ব্যাটার আগা সালমানকে। স্লিপে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন সাদমান।

 

২৬ ওভারের প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে পাকিস্তান। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন