বাংলাদেশের বিপক্ষে যত রেকর্ড গড়ার সামনে অশ্বিন

ক্রীড়া প্রতিবেদক

২০২২ সালে মিরপুর টেস্টে ভারতকে জেতানোর আনন্দ অশ্বিনের। ছবি: এপি

প্রথমবারের মতো ভারতে টেস্ট জয়ের মিশনে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের স্বপ্নপূরণে বড় বাধা হতে পারেন ভারতের সেরা অফস্পিনার ও বিশ্বের অন্যতম সেরা রবিচন্দ্র অশ্বিন। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে যখন বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে বোলিং শুরু করবেন তখন তার সামনে থাকবে বেশ অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন।

 

১০০ টেস্টে ৫১৬ উইকেট শিকার করেছেন অশ্বিন, যা টেস্টে নবম সর্বোচ্চ। সর্বোচ্চ ৮০০ উইকেট শিকার করেছেন লংকান গ্রেট মুত্তিয়া মুরালিধরণ। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অশ্বিনের। ৬১৯ উইকেট শিকারের কীর্তি গড়েছেন বিখ্যাত লেগস্পিনার অনিল কুম্বলে।

 

ভারতের মাটিতে সর্বোচ্চ উইকেট

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ভারতের মাটিতে ৪৫৫ উইকেট শিকার করেছেন অশ্বিন। ৪৭৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন অনিল কুম্বলে।

 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট:

২০১৯ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৫ টেস্টে ১৭৪ উইকেট শিকার করেছেন অশ্বিন। ১৮৭ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান লায়ন।

 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ উইকেট শিকার

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১০ বার ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন অশ্বিন। নাথান লায়নও নিয়েছেন সমান ১০ বার।

 

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেট

অবসরে যাওয়া পেস বোলার জহির খান বাংলাদেশের বিপক্ষে ৭ ম্যাচে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়েছেন। তার পরে আছেন বর্তমানে দলের বাইরে থাকা ইশান্ত শর্মা। তিনি ৭ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তার পরেই আছেন অশ্বিন। চলতি সিরিজে ৯টি উইকেট পেলেই এই দুই দেশের টেস্ট দ্বৈরথে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়বেন ৩৮ বছরে পা দিতে চলা অশ্বিন।

 

২০২২ সালের ডিসেম্বরে দুই দলের সর্বশেষ টেস্টে অশ্বিনের কৃতিত্বে জিতেছে ভারত। অশ্বিন ৬ উইকেট শিকারের পাশাপাশি চতুর্থ ইনিংসে ৪২ রানের হার না মানা ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক। ১৪৫ রানের টার্গেটে নেমে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেখান থেকে শ্রেয়াস আইয়ারকে নিয়ে লড়ে ভারতকে অভাবনীয় জয় এনে দেন অশ্বিন।

 

এ বছরের শেষ দিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। ওই সফরেও নিশ্চিতভাবেই বেশ কিছু অর্জন ধরা দেবে কুম্বলের হাতে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন