২৬ জুলাই শুরু প্যারিস অলিম্পিক

‘অংশগ্রহণেই গৌরব’ নিয়ে আর কতদিন?

ক্রীড়া প্রতিবেদক

ছবি : সংগৃহীত

২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। উদ্বোধনী অনুষ্ঠান সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাগতিক দেশটি। এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছে ভিন্নতা। প্যারিসের সিন নদীতে সুসজ্জিত নৌকায় প্যারেডে অংশ নেবেন অলিম্পিকে অংশগ্রহণকারী ১০ হাজারেরও বেশি অ্যাথলিট। সিন নদীতে নিজ দেশের পতাকা নিয়ে নৌকায় থাকবেন বাংলাদেশের অ্যাথলিটরাও। তবে উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠের লড়াই যখন শুরু হবে তখনই শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের জন্য কঠিন বাস্তবতা। ‘হিটেই বাদ’ শব্দযুগল শুনতেই অভ্যস্ত হয়ে পড়েছেন এ দেশের ক্রীড়াপ্রেমীরা। এবারের অলিম্পিকেও কি শুধু অংশগ্রহণে গৌরব বলেই সন্তুষ্ট থাকবেন সাগর ইসলাম, ইমরানুর রহমানরা, নাকি বিশ্ব মানচিত্রে নিজেদের তুলে ধরবেন তারা সগৌরবে? 

প্যারিস অলিম্পিকে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন আরচারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি।

১৯৮৪ সাল থেকে অলিম্পিক গেমস খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশী ক্রীড়াবিদ অলিম্পিক গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবার প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচজন। সব মিলিয়ে ৩০ বছরে মাত্র ৫৪ জন অলিম্পিকে অংশ নিয়েছেন। বিশ্বের নবম জনবহুল দেশ হলেও এখন পর্যন্ত অলিম্পিকে কোনো পদক পায়নি বাংলাদেশ। ফলে বৈশ্বিক এ আসরে লজ্জার মুখোমুখি হতে হয় অ্যাথলিট ও কর্মকর্তাদের। 

অ্যাথলিটদের অলিম্পিক যাত্রার আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বৈশ্বিক ক্রীড়া আসরে পদক পাওয়া নিয়ে প্রশ্নের মুখে যা বললেন, ‘আমাদের একটা লক্ষ্য থাকতে হবে। যেমন স্মার্ট বাংলাদেশ একটা কর্মসূচি, তেমনটি ৫-১০ বছর মেয়াদে পরিকল্পনা নিতে হবে। আলাদা একটা বাজেট করে খেলোয়াড় নির্বাচন করে অনুশীলন করাতে হবে। ওই পর্যায়ে আসতে না পারলে রাতারাতি পদক পাওয়া সম্ভব নয়।’

যথারীতি প্যারিস অলিম্পিকেও পদকের আশাবাদ শোনাতে পারলেন না বিওএ মহাসচিব, ‘আমাদের প্রত্যাশা থাকবে খেলোয়াড়রা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দেশের জন্য সম্মানজনক ফল বয়ে আনবেন। প্রথমেই যেন আউট না হই। দ্বিতীয় রাউন্ডে যেন যেতে পারি।’

এবার একমাত্র বাংলাদেশী অ্যাথলিট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন আর্চার সাগর ইসলাম। তাকে নিয়ে বিওএর সহসভাপতি ও মিডিয়া কমিটির প্রধান শেখ বশির আহমেদ বড় স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘আশা করছি, সাগর আটজনে চলে যাবে। আটে এলে যেকোনো কিছু হতে পারে। তার স্কোর ভালো।’ প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করতে চলা ইন্তেখাবুল হামিদ আর্চারি নিয়ে বলেছেন, ‘আমাদের লক্ষ্য ফাইনালে যাওয়া। ফাইনালে উঠতে পারলে যেকোনো ফল হতে পারে।’

অলিম্পিকে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন মাত্র তিনজন খেলোয়াড়। ২০১৬ রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমান, ২০২১ টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা এবং এবার প্যারিসে আর্চার সাগর ইসলাম। এ সংখ্যা বাড়াতে বাংলাদেশের পরিকল্পনা কী? এমন প্রশ্নের মুখে বিওএ মহাসচিব বলেন, ‘এ ব্যাপারটা নিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন, অলিম্পিকের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবেন। মন্ত্রী আন্তরিক, আমরা একসঙ্গে কাজ করব।’

ওদিকে, বিওএর সহসভাপতি শেখ বশির আহমেদ তাকিয়ে আছেন ২০২৮ অলিম্পিকের দিকে। তিনি বলেন, ‘বিওএ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করছি আমরা। মন্ত্রীর কাছ থেকে সমর্থন পাচ্ছি। এবার কী ফল পাব, জানি না। তবে ২০২৮ সালে অনেকেই সরাসরি কোয়ালিফাই করবে বলে আশা করছি। আমরা ২০২৮-কে লক্ষ্য করে এগোচ্ছি। আর্চারি, শুটিংকে বিশেষ প্রাধান্য দিচ্ছি। এ ব্যাপারে ফেডারেশনগুলোকেও এগিয়ে আসতে হবে।’

অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার পুরস্কারও পাচ্ছেন আর্চার সাগর ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা থাকবে তারই হাতে। এ নিয়ে উচ্ছ্বসিত সাগর বলেন, ‘অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা অত্যন্ত গৌরবের। বিওএ আমাকে এ সুযোগ দেয়ায় ধন্যবাদ।’ 

ওয়াইল্ড কার্ড নিয়ে প্যারিস অলিম্পিকে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া আক্তার। প্রস্তুতি নিয়ে তিনি বণিক বার্তাকে বলেন, ‘প্রস্তুতি ভালোই হয়েছে। আর চেষ্টা থাকবে নিজের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিয়ে দেশের জন্য ভালো কিছু করার।’ অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের কিংবা পদকের কোনো স্বপ্ন দেখেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এ স্বপ্ন তো থাকেই। তবে আমাদের সক্ষমতাও দেখতে হবে। অন্যান্য দেশের মতো ফ্যাসিলিটিজ, বিশ্বমানের ট্রেনার আমরা এখানে পাই না।’

আর্চার সাগর ইসলাম প্যারিস অলিম্পিকে নিজের প্রত্যাশা নিয়ে বণিক বার্তাকে বলেছেন, ‘আমি যেহেতু এশিয়ান কোনো টুর্নামেন্টে নয়, বৈশ্বিক একটা আসরে কোয়ালিফাই করেছি কাজেই সেভাবেই চিন্তা করছি। হালকাভাবে নিচ্ছি না। আমি নিজের সেরাটা দিতে চাইব, যাতে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা যায়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন