ইইউ-ভুক্ত দেশগুলোয় কয়লার চাহিদা কমার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় আগামী বছর কয়লার চাহিদা কমে ৩০ কোটি টনের নিচে নেমে যেতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল।

প্রতিবেদনে আইইএ জানায়, আগামী বছর ইইউ-ভুক্ত দেশগুলোয় কয়লার চাহিদা ১৯ শতাংশ কমে ২৮ কোটি ৭০ লাখ টনে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

সংস্থাটি আরো জানায়, ইউরোপের দেশগুলো জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা করছে। এ কারণে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দিকে ধাবিত হচ্ছে তারা, যা আগামী বছর কয়লার ব্যবহার হ্রাসে ভূমিকা রাখবে। 

সাধারণত কয়লা সবচেয়ে বেশি ব্যবহার হয় বিদ্যুৎখাতে। তবে ইইউ-ভুক্ত দেশগুলোয় এ খাতে জ্বালানিপণ্যটির চাহিদা কমেছে। পাশাপাশি দেশগুলোর শিল্প-কারখানার কার্যক্রমও সম্প্রতি নিম্নমুখী হয়েছে। এসব কারণেও ইইউ-ভুক্ত দেশগুলোয় কয়লার চাহিদা আগামী বছর কমতে পারে। 

ইউরোপের বেশির ভাগ দেশই কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে। তবে এ মহাদেশে এখনো পর্যন্ত কয়লার অন্যতম গ্রাহক পোল্যান্ড ও জার্মানি। যদিও পোলাল্ডে কয়লার ব্যবহার চলতি বছর কমেছে। জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে পোল্যান্ডভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘চলতি বছরের জানুয়ারি-মে পর্যন্ত দেশটির জ্বালানি খাতে তাপীয় কয়লার ব্যবহার ছিল ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২ শতাংশ কম।’ 

পোল্যান্ড ও জার্মানিতে তাপীয় কয়লা আমদানি চলতি বছরের প্রথমার্ধে কমেছে। দেশগুলো যথাক্রমে ১২ লাখ টন ও ১০ লাখ টন তাপীয় কয়লা আমদানি করেছে, গত বছর যা ছিল ৪০ লাখ টন ও ২২ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন