এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরপতন

বণিক বার্তা ডেস্ক

চাহিদা কমার আশঙ্কায় এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে ছবি: রয়টার্স

বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) শীর্ষ ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম চীন। দেশটিতে সম্প্রতি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি দেখা দিয়েছে। অন্যদিকে চীনসহ জাপান ও দক্ষিণ কোরিয়ার উপকূলে তাপমাত্রা কমতির দিকে রয়েছে। এ কারণে চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে। খবর বিজনেস রেকর্ডার। 

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ৪০ সেন্ট, গত সপ্তাহে যা ছিল ১৪ ডলার। 

এ বিষয়ে ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বিশ্লেষক ক্লাস ডোজেম্যান জানান, চীনে দুর্বল শিল্প খাতের তথ্য ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাসের চাহিদার বিষয়ে নেতিবাচক সংকেত দিচ্ছে। এছাড়া তাপমাত্রা কমতে থাকায় বিদ্যুৎ খাতেও জ্বালানি পণ্যটির চাহিদা কমতে পারে। 

ডোজেম্যান আরো জানান, প্রাকৃতিক গ্যাসের বাজারে ভূরাজনৈতিক উত্তেজনার ঝুঁকি চলমান থাকলেও এখন পর্যন্ত সরবরাহে বিশেষ কোনো বিঘ্ন ঘটেনি। 

রিস্টাড এনার্জির সিনিয়র বিশ্লেষক মাসানোরি ওডাকা বলেন, ‘জাপানে প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিবেদন অনুযায়ী, ১ সেপ্টেম্বরের জন্য সম্মিলিত এলএনজির মজুদ থাকতে পারে ১৮ লাখ ৩০ হাজার টন, যা এর আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ কম। কিন্তু এটি গত বছরের আগস্টের শেষের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে মজুদের এ পরিমাণ ২০১৯-২৩ সালে গড় ২০ লাখ ২০ হাজার টনের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ কম।’ 

ওডাকা আরো বলেন, ‘জাপান চলতি বছরের চতুর্থ প্রান্তিকে স্পট মার্কেট থেকে বাড়তি এলএনজি আমদানি করতে পারে। তবে এটি নির্ভর করবে বর্তমান তাপপ্রবাহের সময়কাল এবং আসন্ন শীতের তীব্রতার ওপর।’ 

ইউরোপে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস অক্টোবরে সরবরাহ চুক্তিতে নর্থ-ওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার বাজার আদর্শের দাম স্থির করেছে প্রতি এমএমবিটিইউতে ১১ ডলার ৫৩৪ সেন্ট। এছাড়া নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট টিটিএফে প্রতি এমএমবিটিইউতে দশমিক ২০ ডলার ছাড় দেয়া হয়েছে।

পণ্যমূল্য নির্ধারণ সংস্থা আরগাসের এলএনজি প্রাইসিংয়ের প্রধান স্যামুয়েল গুড বলেন, ‘সরবরাহ বাড়ার সম্ভাবনায় ইউরোপে ও ডাচ টিটিএফ হাবে প্রাকৃতিক গ্যাসের দাম আগের সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে।’ 

স্পার্ক কমোডিটিস সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১১ ডলার ৬০৭ সেন্ট। অন্যদিকে আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১১ ডলার ৫৫০ সেন্ট। 

এদিকে স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানিয়েছেন, শুক্রবার আটলান্টিক সাগরপথে এলএনজি পরিবহনের ব্যয় কমে দৈনিক ৫৯ হাজার ২৫০ ডলারে নেমেছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় কমে দৈনিক ৭৪ হাজার ডলারে নেমে এসেছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন