সুইসাইড স্কোয়াড পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে —ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

( ফাইল ছবি)

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির ও উগ্র জঙ্গি গোষ্ঠী সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করিয়ে পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির ও উগ্র জঙ্গি গোষ্ঠী সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করিয়ে ঢাকাসহ সারা দেশে একাত্তরের পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপাতে চলেছে।’

গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বিআরটিএ ভবন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল বক্স, বিভিন্ন সরকারি হাসপাতাল, নরসিংদী জেলখানা, অসংখ্য পুলিশ বক্স, থানা, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এটা নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। কয়েক হাজার নিরীহ মানুষ, পুলিশ ও আমাদের নেতাকর্মীকে আহত করা হয়েছে। এসব হামলা ও সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সহজে বোঝা যাচ্ছে, এসব সহিংসতায় কোনো সাধারণ শিক্ষার্থী অংশ নেয়নি। বরং এটা প্রমাণিত ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে।’

তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক হীন স্বার্থ বাস্তবায়ন করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো। আমরা বিশ্বাস করি, কোনো সাধারণ শিক্ষার্থী দেশবিরোধী ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। পুলিশ ও সাধারণ মানুষ হত্যায় অংশ নিতে পারে না। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটা হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে, প্রধানমন্ত্রী এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, ‘ওয়ানস বিট্রেয়ার, অলওয়েজ বিট্রেয়ার। সেই সঙ্গে মিলিয়ে বলতে চাই ওয়ানস কিলার, অলওয়েজ কিলার। একাত্তরে যারা বিট্রে করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে তারা এখনো বিশ্বাসঘাতক, এখনো তারা হত্যাকারী। পঁচাত্তরে যারা বিশ্বাসঘাতকতা করেছে জাতির পিতার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেই পঁচাত্তরের খুনিরা ৩ নভেম্বরে জেল হত্যাকাণ্ডের খুনি, ২১ আগস্টে শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়, সেটাও একই খুনি চক্র। এখানে পঁচাত্তরের খুনি, একাত্তরের খুনি, তেসরা নভেম্বরের খুনি, ২১ আগস্টের খুনি এবং ২০১৩, ২০১৪, ২০১৫ এবং সবশেষে ২০২৪ সালে একই বিশ্বাসঘাতক, একই খুনি; এরা হচ্ছে বিএনপি-জামায়াত।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ডা. আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন