রোবটের মুখেও হাসি ফুটবে

বণিক বার্তা অনলাইন

ছবি: রয়টার্স

জাপানের বিজ্ঞানীরা রোবটের ত্বকের জীবন্ত টিস্যু এর আগেই বানিয়েছিলেন। এবার রোবটের মুখেও যাতে হাসি ফুটে ওঠে সেই চেষ্টা করেছেন। এই কাজে তারা মোটামুটি সফল হয়েছেন। কসমেটিক্স এবং মেডিসিনের সহযোগে এমন অ্যাপ্লিকেশন তারা সাজিয়েছেন, হাসির কথা শুনে রোবট না হেসে থাকতেই পারবে না। খবর রয়টার্স।

টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানব ত্বকের সেলকে মুখের আদল দিতে সক্ষম হয়েছেন। এই মুখে যাতে প্রশস্ত হাসি ফুটে ওঠে সেজন্য তাতে নকশা করা পেশির মতো সংযোগ তৈরি করেছেন। প্রথম দিকে এই হাসিটাকে অনেকে অদ্ভুদ ভাবতে পারেন। তবে এই গবেষণাকে জীবন্ত রোবট তৈরির ক্ষেত্রে আরেকধাপ অগ্রগতি বলে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

গবেষক দলটির প্রধান শোজি তাকেউচি বলেন, ‘এই প্রথম ত্বককে নিয়ন্ত্রণ করার মতো ঘটনা ঘটল।’ গবেষক দলটি মূলত জৈব এবং কৃত্রিম যন্ত্রের সমন্বয়ে একটা জীবন্ত রোবট বানানোর কাজ করছে।

শোজি তাকেউচি জানান, প্লাস্টিক এবং ধাতুর সংমিশ্রনে জীবন্ত টিস্যু বানানো হয়েছে। এর একটা সুবিধা হচ্ছে, মস্তিস্ক বা পেশিতে কোনো আঘাত পেলে রোবটটি জ্বালানি পেলে তা স্বয়ংক্রিয়ভাবে সংস্কার করতে পারবে। গবেষক দলের আপাতত লক্ষ্য নার্ভ সিস্টেম তৈরি করা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন