সৌদি আরবে দুই বছরের মধ্যে সর্বোচ্চে জ্বালানি তেলবহির্ভূত রফতানি

বণিক বার্তা ডেস্ক

সৌদি আরবের কিং আবদুল্লাহ পোর্ট ছবি: রয়টার্স

সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত রফতানির পরিমাণ মে মাসে গত দুই বছরে সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় দেশটি ২ হাজার ৮৮৯ কোটি সৌদি রিয়াল বা ৭৭০ কোটি ডলারের জ্বালানি তেলবহির্ভূত পণ্য আন্তর্জাতিক বাজারে পাঠিয়েছে, যা ২০২৩ সালের একই মাসের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেশি। সৌদি পরিসংখ্যান অফিস জিএএসটিএটির তথ্য অনুসারে, এপ্রিলের তুলনায় মে মাসে রফতানি বৃদ্ধির পরিমাণ ছিল ২৬ দশমিক ৯৩ শতাংশ। খবর আরব নিউজ। 

জ্বালানি তেলবহির্ভূত বেসরকারি খাতকে শক্তিশালীকরণ বর্তমানে সৌদি আরবের অন্যতম অর্থনৈতিক লক্ষ্য। মধ্যপ্রাচ্যের দেশটি সাম্প্রতিক বছরগুলোয় অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

মে মাসে সৌদি আরবের গত বছরের একই সময়ের তুলনায় পণ্য রফতানি ৫ দশমিক ৮ এবং জ্বালানি তেলের চালান ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। আগের মাসের তুলনায় পণ্য রফতানি বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তবে মোট রফতানিতে জ্বালানি তেল বাণিজ্যের পরিমাণ ২০২৩ সালের একই সময়ের ৭৩ শতাংশের তুলনায় কিছুটা কমে গত মে মাসে ৭২ দশমিক ৪ শতাংশে নেমেছে।

জিএএসটিএটি উল্লেখ করেছে, পুনঃরফতানিসহ আমদানির সঙ্গে জ্বালানি তেলবহির্ভূত রফতানির অনুপাত ২০২৩ সালের একই সময়ের ৩৯ শতাংশ থেকে বেড়ে গত মে মাসে ৪১ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। এর মূলে রয়েছে একই সময়ের মধ্যে জ্বালানি তেলবহির্ভূত রফতানিতে ৮ দশমিক ২ এবং আমদানিতে ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি।

সৌদি পরিসংখ্যান অফিসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাসায়নিক ও সংশ্লিষ্ট পণ্য জ্বালানি তেলবহির্ভূত রফতানিতে আধিপত্য বিস্তার করেছে, যা মে মাসে মোট চালানের ২৩ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালের একই সময়ের তুলনায় গত মে মাসে সৌদি আরবের আমদানি ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭ হাজার ২৪ কোটি রিয়ালে পৌঁছেছে। এ খাতে যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রাংশ আধিপত্য বিস্তার করে আসছে, যার মোট আমদানীকৃত চালানের পরিমাণ ২২৬ দশমিক ৭ শতাংশ।

মে মাসে সৌদি আরবের অন্যতম বাণিজ্য অংশীদার ছিল চীন। দেশটিতে রফতানির পরিমাণ ছিল ১ হাজার ৫৯১ কোটি রিয়াল, যা মোট রফতানির ১৫ দশমিক ২ শতাংশ। এর পরই রয়েছে দক্ষিণ কোরিয়া ও ভারত। দেশ দুটিতে রফতানি হয়েছে যথাক্রমে ১ হাজার ৩১ কোটি ও ৮০৩ কোটি রিয়াল মূল্যের পণ্য। 

সৌদি আরবের শীর্ষ ১০ রফতানি গন্তব্যের বাকি দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জাপান, বাহরাইন, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, তাইওয়ান ও মাল্টা। আমদানির হিসাবে ২০২৩ সালের মে মাসে আগত চালানের ২৫ শতাংশ বা ১ হাজার ৭৫৫ কোটি সৌদি রিয়াল মূল্যের পণ্য নিয়ে শীর্ষে রয়েছে চীন।

মে মাসে দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দর দিয়ে সৌদি আরবে সর্বোচ্চ পণ্য আমদানি হয়েছে। আমদানি হওয়া পণ্যের মূল্য ১ হাজার ৬৫৬ কোটি সৌদি রিয়াল, যা সামগ্রিক আমদানির ২৩ দশমিক ৬ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন