ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায়

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বৈদেশিক মুদ্রার রিজার্ভের নিরিখে নতুন রেকর্ড গড়েছে ভারত। গত সপ্তাহে দেশটির রিজার্ভ ৬৭৫ বিলিয়ন বা ৬৭ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। খবর ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ আগস্ট পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ ৬৭ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছে, যা দেশটির শক্তিশালী বৈদেশিক খাতের সক্ষমতাকে তুলে ধরেছে বলে গতকাল জানান রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস।

গত সপ্তাহে দেয়া তথ্য থেকে দেখা যাচ্ছে, ২৬ জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের সপ্তাহ থেকে ৩৪৭ কোটি ডলার কমে ৬৬ হাজার ৭৩৯ কোটি ডলার ছিল। এর আগে ১৯ জুলাই ৬৭ হাজার ৮৬ কোটি ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ে। তবে দুই সপ্তাহের ব্যবধানে সে রেকর্ড ভেঙে যায়।

ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো জানান, চলতি মাসে এখন পর্যন্ত ডলারের বিপরীতে দেশটির স্থানীয় মুদ্রা রুপির বিনিময় হার নির্দিষ্ট স্তরে সীমাবদ্ধ রয়েছে। বিনিময় হারে বড় ধরনের কোনো পতন দেখা যাচ্ছে না। গতকাল সকালে ১ ডলারের বিপরীতে ৮৩ দশমিক ৯৩ রুপি বিনিময় হয়েছে, যা আগের দিন লেনদেন বন্ধের আগে ছিল ৮৩ দশমিক ৯৫৫০ রুপি।

বিক্রির তুলনায় সাম্প্রতিক সময়ে বিদেশী বিনিয়োগকারীদের ভারতে সম্পত্তি কেনার হার বেড়েছে। জুন থেকে ৬ আগস্টের মধ্যে তারা দেশটিতে ৯৭০ কোটি ডলার বিনিয়োগ করেছেন, যা আগের দুই মাস অর্থাৎ এপ্রিল ও মে মাসের বিপরীত। ওই সময় বিনিয়োগকারীরা ৪২০ কোটি ডলার তুলে নিয়েছিলেন।

২০২৪-২৫ অর্থবছরে ভারতের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রবাহ শক্তিশালী অবস্থান রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিল-মে মাসে গ্রস এফডিআই ২০ শতাংশের বেশি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সময় নিট এফডিআই প্রবাহ দ্বিগুণ হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন