বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী

অপরাধীদের আনাচকানাচ থেকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন

বাসস

বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়ন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই বিএনপি ও জামায়াত দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। যারা এ তাণ্ডবে জড়িত, দেশের আনাচেকানাচে যে যেখানে আছে, তাদের খুঁজে বের করুন; তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন—আমি দেশবাসীর কাছে এ আহ্বান জানাচ্ছি।’

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে গতকাল প্রধানমন্ত্রী এ কথা বলেন।

হামলার বিষয়ে সরকারপ্রধান বলেন, ‘এবারের আগুন লাগানোর ধরন আলাদা। তারা এবার আগুন লাগাতে গান পাউডার ব্যবহার করেছে এবং কিছুক্ষণের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’

শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনে হাত দেয়নি বা কেউই কখনো দেয়নি। কিন্তু আজ এ টেলিভিশন সেন্টারকে যারা এভাবে পোড়াল, তাদের হাত থেকে কিছুই রক্ষা পায়নি। তাহলে এরা কারা? এরা কি এ দেশেরই মানুষ? এদের কি এ দেশেই জন্ম? একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এ আক্রমণ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েও পুড়িয়েছে। গাড়িগুলো, এমনকি জাপান থেকে আনা সিটি করপোরেশনের অত্যাধুনিক ময়লার গাড়িও পুড়িয়েছে। পানি শোধনাগারে হামলা করতে গেছে, পয়ঃশোধনাগারে হামলা—এসব কী হচ্ছে? কেমন তাদের মানসিকতা?’

শেখ হাসিনা বলেন, ‘যারা এ দেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এ দেশের জনগণই একমাত্র শক্তি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশ আমরা অনেক কষ্ট করে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন করেছি। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সেই মর্যাদাকে ধ্বংস করার জন্যই এ ধ্বংসযজ্ঞ।’

শেখ হাসিনা স্মৃতিচারণ করে বলেন, ‘আজ অতীতের কথা মনে পড়ে; আমি কতবার এখানে এসেছি! প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি। নানা অনুষ্ঠানে এসেছি। আজ যে ধ্বংসযজ্ঞ দেখলাম, এরপর এটা আবার কবে পুনরায় প্রতিষ্ঠা করা যাবে, জানি না।’

বিটিভির কর্মীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘আপনারা জীবনের ঝুঁকি নিয়েও অনেক চেষ্টা করেছেন। এসব সন্ত্রাসীর কাছ থেকে পার পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। তবুও আপনারা এ জাতীয় সম্পদ রক্ষার চেষ্টা করেছেন।’ প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এগুলো দেখে আমি আসলে আর কথা বলতে পারছি না। এক একটা জিনিস গড়ে তুলতে অনেক কষ্ট করতে হয়।’

সরকারপ্রধান বলেন, ‘দেশের জনগণের উন্নয়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করি। সেটা আমার দেশের মানুষেরই জন্য। একটা জিনিস এমনভাবে তৈরি করার চেষ্টা করি যেন এগুলো শুধু দেশে নয়, বিদেশীদের কাছেও দৃষ্টিনন্দন হয়।’ 

প্রধানমন্ত্রী সকাল সোয়া ৯টার দিকে বিটিভি ভবনে প্রবেশ করেন। তিনি ক্ষতিগ্রস্ত ভবনের সব বিভাগ পরিদর্শন করেন। পরে তাকে ভাংচুরের একটি ভিডিও দেখানো হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশ থেকে বিএনপি-জামায়াত বিশেষ করে শিবির কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর নির্ভর করে এ ধ্বংসলীলা চালিয়েছে।’ তিনি বলেন, ‘চিকিৎসা নিতে যাওয়া পুলিশ সদস্যকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করা হয়েছে। রÅাবের গাড়ির ভেতরে রÅাব সদস্যকে হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করা হয়েছে। সাধারণ মানুষ হত্যার শিকার হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে আওয়ামী লীগের ওপর হামলা করা হলো। সেখানে পুলিশ এসে বিএনপির তিন নেতাকে গ্রেফতার করে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা যে রুটি-রুজির পথ হারাল শুধু তাই নয়, যেসব বাঙালি সেখানে থাকে, তাদের মুখটা আজ কোথায় গেল। কারণ ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদের উসকে দেয়া হয়েছিল লন্ডন থেকেই।’

প্রধানমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে আর বাংলাদেশীদের নেয়া হবে না জানতে পেরে তিনি তাৎক্ষণিক সেখানকার দূতাবাস এবং সে দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘সৌদি আরবও কঠিন আইন প্রয়োগকারী দেশ; সেখানেও ২০ জন গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়া এসব লোকজন ও আমাদের লাখ লাখ কর্মীর ভবিষ্যৎ কী?’

ঢামেক হাসপাতাল পরিদর্শন

কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আহতদের দেখতে গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ও স্থানীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন