সিবিওটিতে কমেছে সয়াবিন, ভুট্টা ও গমের দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিন, ভুট্টা ও গমের দাম কমেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় সম্ভাবনায় পণ্য তিনটির মূল্য নেমে এসেছে ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে। খবর বিজনেস রেকর্ডার। 

সিবিওটিতে গতকাল ভুট্টার দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। বুশেলপ্রতি (৬০ পাউন্ড) মূল্য নেমেছে ৪ ডলার ২০ সেন্টে। এ বাজার আদর্শে সয়াবিনের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ। বুশেলপ্রতি মূল্য নেমেছে ১০ ডলার ৭৭ সেন্টে। গমের দাম দশমিক ১ শতাংশ কমে ৫ ডলার ৩৭ সেন্টে নেমেছে। 

এদিকে যুক্তরাষ্ট্রে সম্প্রতি তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। তাই প্রাক্কলনের তুলনায় কমে যেতে পারে দেশটির শস্য উৎপাদন। এ কারণে সামনের দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে ভুট্টা ও সয়াবিনের দাম বাড়তে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন