নতুন সিনেমা পেলেন জোনাথন মেজর্স

ছবি : ব্রিটানিকা

মামলায় ফেঁসে বিপদে পড়েছিলেন জোনাথন মেজর্স। ডমেস্টিক ভায়োলেন্স মামলার কারণে মার্ভেল তাকে বাদ দিয়েছিল। এরপর আরো কয়েকটি সিনেমা হারান তিনি। তবে ঘটনার প্রায় এক বছর পর নতুন সিনেমা পেলেন মেজর্স। অভিনয় করবেন মার্টিন ভিলেনোভের মার্সিলিস সিনেমায়। এ নিয়ে কথা চূড়ান্ত। সিনেমার কাজ শুরু হলেই যুক্ত হবেন জোনাথন মেজর্স। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন