ভারতীয় চিনি জব্দ

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় ৩ হাজার ৬৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করেছে টাস্কফোর্স। জব্দ করা চিনির বাজার দাম প্রায় ১৫ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা। গত বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। গতকাল সকালে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেংনি, খারনৈ ইউনিয়নের খারনৈ ও কচুগড়া সীমান্তবর্তী গ্রামে এ অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জানান, কলমাকান্দার বিভিন্ন বাড়ি ও দোকানে বিদেশী পণ্যের অবৈধ মজুদ এবং বিক্রি বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন