আসামি পলায়ন

বগুড়া কারাগারের পাঁচ রক্ষী বরখাস্ত, তিনজনের বিরুদ্ধে মামলা

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে ফাঁসির চার আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। ডেপুটি জেলারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ঘটনার পর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং জেএমবি সদস্যদের রাজশাহীসহ অন্য কারাগারে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন ডেপুটি জেলার হোসেনুজ্জামান, সর্বপ্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন, প্রধান দুই কারারক্ষী দুলাল মিয়া আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলাম। পাশাপাশি প্রধান কারারক্ষী আমিনুল ইসলাম, সহকারী প্রধান কারারক্ষী সাইদুর রহমান কারারক্ষী রেজাউল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে।

ব্যাপারে বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, জেলা প্রশাসক কারা অধিদপ্তরের পৃথক কমিটি ঘটনার তদন্ত করছে। ঘটনার সঙ্গে যার সংশ্লিষ্ট দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন