আমদানি বিল পরিশোধে সময় বাড়ল

বণিক বার্তা অনলাইন

ছবি : বণিক বার্তা

শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিকারকদের বিল পরিশোধের সময় বাড়ানো হয়েছে।   এখন থেকে আমদানি বিল পরিশোধ করতে হবে ৩৬০ দিনের মধ্যে। এর আগে এ সময় নির্ধারণ করা হয়েছিল ১৮০ দিন। এর ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিল্পের কাঁচামাল, ব্যাক-টু-ব্যাক এলসির আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিকারকদের বিল পরিশোধ করা যাবে। 

গতকাল রোববার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অথরাইজড ডিলারদের কাছে পাঠায়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এখন থেকে শিল্পের কাঁচামাল, ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির বিল পরিশোধের ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন সময় পাওয়া যাবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণের বিপরীতে আমদানিতে নতুন এ সময় প্রযোজ্য হবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন