কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

উৎপাদন ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে

সুজিত সাহা, চট্টগ্রাম ব্যুরো

ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরে দেশের কয়লা, ফার্নেস অয়েল গ্যাসনির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে। ফলে দেশব্যাপী বিদ্যুতের সরবরাহ কমায় লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে। তবে টানা বৃষ্টিপাতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ১৫০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। উৎপাদন বেড়েছে প্রায় পাঁচ গুণ। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কেন্দ্র থেকে দৈনিক প্রায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে দুই সপ্তাহ আগেও পানির অভাবে উৎপাদন হতো মাত্র একটি ইউনিটে। ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন ইউনিটে প্রতিদিন মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। কিন্তু কোরবানির ঈদের পর থেকে অনিয়মিতভাবে বৃষ্টিপাত শুরু হয়। সর্বশেষ কয়েক দিন ধরে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় টানা ভারি বৃষ্টিপাত হয়েছে। কারণে ৩০ থেকে বেড়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে অচিরেই সেটি ২০০ মেগাওয়াট কিংবা ২৫০ মেগাওয়াটও হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রকৌশলীরা।

জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির স্তর বা রুলকার্ভ ৭২ থেকে বাড়তে বাড়তে ৩০ জুন ৮৪ মিনস সি লেভেলে (এমএসএল) পৌঁছেছে। পানির পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষ প্রতিদিন বিভিন্ন ইউনিট দিয়ে একে একে উৎপাদন চালু করছে। তবে রুলকার্ভ থেকে পানির স্তর সামান্য কম থাকায় এখনো সবগুলো ইউনিট থেকে উৎপাদন শুরু করা যায়নি। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকলে সবগুলো ইউনিট চালুর মাধ্যমে স্বল্প মূল্যে সর্বোচ্চ সক্ষমতা ২৪২ মেগাওয়াটকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন পিডিবি কর্তৃপক্ষ।

জানতে চাইলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বণিক বার্তাকে বলেন, ‘বৃষ্টিপাত হ্রদের পানির পরিমাণ বাড়লেই আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারি। হ্রদের অভ্যন্তরের চেয়ে রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলেই হ্রদের পানি বাড়ে। আজকে (সোমবার) সকালে রাঙ্গামাটিতে বৃষ্টিপাত হলেও হ্রদের পানির পরিমাণ আশানুরূপ বাড়েনি। তবে বিকাল থেকে রুলকার্ভ বাড়তে শুরু করেছে। পানির স্তর ৯০ এমএসএল পৌঁছলে জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ সক্ষমতায় উৎপাদন সম্ভব।

রাঙ্গামাটি আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী কাজী হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেন, ‘গত কয়েক দিনে রাঙ্গামাটিতে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে।

সোমবার (গতকাল) চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৬টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৯৯ দশমিক মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাঙ্গামাটিতে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন