আ.লীগ নেতা হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় চার আসামির মৃত্যুদণ্ড ১০ জনের যাবজ্জীবন

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা একেএম ইকবাল আজাদ হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সরাইল উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি মাহফুজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ইসমত আলী নয়াহাটি গ্রামের মোকাররম হোসেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সৈয়দটুলা গ্রামের আবদুল জব্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার, নয়াহাটি গ্রামের ইদ্রিস আলী, বাবু, বকুল, লিমন, আবদুল্লাহ শরিফ, মিজান কুট্টাপাড়ার হারিছ।

চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী অশোক কুমার দাশ জানান, মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামির ফাঁসির আদেশ ১০ জনকে যাবজ্জীবন দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন