চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

বণিক বার্তা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আজমুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা তাকে পশ্চিমবঙ্গের শক্তিনগর হাসপাতালে ভর্তি করেছেন। আজমুল হোসেন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসী জানায়, আজমুল হোসেনসহ ছয়-সাতজন বাংলাদেশী দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতীয় ৮২ বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক ব্যক্তি আহত হওয়ার কথা তারা শুনেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন