চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

প্রকাশ: জুলাই ০৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আজমুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা তাকে পশ্চিমবঙ্গের শক্তিনগর হাসপাতালে ভর্তি করেছেন। আজমুল হোসেন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। আজমুল হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

গ্রামবাসী জানায়, আজমুল হোসেনসহ ছয়-সাতজন বাংলাদেশী দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতীয় ৮২ বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্তে বিএসএফের গুলিতে আজমুল হোসেন নামে এক ব্যক্তি আহত হওয়ার কথা তারা শুনেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫