হেরেছে শরিফুলের দল

লংকা প্রিমিয়ার লিগে তাসকিন-মুস্তাফিজ মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ছবি: এলপিএল

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) আজ মুখোমুখি হয়েছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ খেলেন ডাম্বুলা সিক্সার্সে, তাসকিনের দল কলম্বো স্ট্রাইকার্স। ঘরের মাঠে টস জিতে বোলিং নিয়েছে ডাম্বুলা সিক্সার্স।

 

মুস্তাফিজ এরই মধ্যে তিন ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন। তাসকিন গতকাল শনিবার ক্যান্ডির বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩০ রানে ১ উইকেট নেন। তার দল জিতেছে ২ রানে।

 

এদিকে, আজ রোববার ৪ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি বাংলাদেশের পেস বোলার শরিফুল ইসলাম। তার দল ক্যান্ডি ফ্যালকসন ৬ উইকেটে হেরেছে গল মারভেলসের কাছে।

 

আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ক্যান্ডি। জবাব দিতে নেমে টিম সেইফার্টের ঝড়ো ফিফটিতে (৪৯ বলে ৮২*) ভর করে ১৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় গল। ইংলিশ খেলোয়াড় অ্যালেক্স হেলস করেন ১৯ বলে ৩৮ রান। এর আগে ক্যান্ডির হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা ৩২ বলে ৬৫ ও আন্দ্রে ফ্লেচার ৩৬ বলে ৫০ রান করেন। তবে বিফলেই যায় হাসারাঙ্গা ও ফ্লেচারের ফিফটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন