টি-টোয়েন্টিতে সাকিববিহীন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান ছবি: বিসিবি

গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে নেই শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন থেকে আর কোনো টি-টোয়েন্টিতেই তাকে পাবে না বাংলাদেশ। তিনি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে এ বছর অনুষ্ঠিত বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। 

টি-টোয়েন্টিতে দেশের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেটের মালিক সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২ হাজার ৫৫১ রান ও সর্বোচ্চ ১৪৯ উইকেট শিকার করেছেন ৩৭ বছর বয়সী সাকিব। ২ হাজার ৩৯৪ রান করে তার কাছাকাছি রয়েছেন মাহমুদউল্লাহ। ১ হাজার ৯৪৩ রান করে তিনে আছেন লিটন দাস। উইকেট শিকারে সাকিবের পরেই আছেন মুস্তাফিজুর রহমান (১২৮ উইকেট)। ৭২ উইকেট নিয়ে তিনে তাসকিন আহমেদ। 

সাকিব ছিলেন ‘একের ভেতর দুই’। চৌকস এই অলরাউন্ডার দলে থাকা মানে অধিনায়ক ও কোচের জন্য বিরাট স্বস্তির ব্যাপার। এখন সাকিব না থাকায় একাদশ সাজাতে সমস্যা হবে বলে অকপটে স্বীকার করে নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণে সাকিব ভাইকে ছাড়া খেলতে নামা বাংলাদেশ দলের জন্য কিছুটা অস্বস্তিরই। উনি থাকলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা ৮ নম্বর পর্যন্ত দীর্ঘ হয়। সঙ্গে বোলিং তো আছেই। এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ সাকিব ভাই দুই দিক থেকে ভালো কম্বিনেশন দিতেন ব্যাটিং-বোলিং।’

এরপর তিনি আশা প্রকাশ করে বলেন, ‘মেহেদী হাসান মিরাজকে আমরা দলে নিয়ে এসেছি। আশা করব মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন