তাঁত শিল্পে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার —বস্ত্র ও পাট উপদেষ্টা

বণিক বার্তা প্রতিনিধি, নরসিংদী

ছবি : সংগৃহীত

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘তাঁত শিল্পের উন্নয়নে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা করবে সরকার। এ খাতের প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ যেসব সমস্যা রয়েছে, সেসব বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।’

গতকাল বিকালে নরসিংদীর মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব আব্দুর রউফ, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসানে নয়, অন্তত নির্ভরশীল হলে চলতে পারে—এমন পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।’ নরসিংদীর মতো শিল্প এলাকায় বিদ্যুৎ ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন তিনি।

এর আগে উপদেষ্টা নরসিংদীর ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল ও বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন