পদ্মা সেতু প্রকল্পের সমাপনী আজ

দুদিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আজ মুন্সিগঞ্জের মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সুধী সমাবেশে ভাষণ দেবেন। পরে প্রধানমন্ত্রী দুদিনের সফরে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।

এদিকে পদ্মা সেতুর নির্মাণকাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায় জানাতেই আয়োজন করা হয়েছে সমাপনী অনুষ্ঠানের। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলো। মাওয়ার প্রতিটি রাস্তার দুই পাশে সরকারপ্রধানকে বরণ করতে প্রায় ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মাওয়া প্রান্তে। সুধী সমাবেশের আগে প্রধানমন্ত্রীকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বরণ করে নেবে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। সরকারপ্রধানের দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে, আজ বেলা ৩টায় গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর বিকাল ৫টায় সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।

দুদিনের সফরের দ্বিতীয় দিন আগামীকাল বেলা ১১টায় বঙ্গবন্ধুর বাল্যকালের বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন তিনি। দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন শেখ হাসিনা। বেলা সাড়ে ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। দুদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন