সচল দুই ইউনিট

পূর্ণ সক্ষমতায় আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটই উৎপাদনে এসেছে। একটি ইউনিট চালু হয় সোমবার ভোর ৫টায়। গতকাল সন্ধ্যায় চালু হয় আরেকটি ইউনিট। দুই ইউনিট থেকে  প্রায় ১ হাজার ৫১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। গত কয়েক দিন কেন্দ্রটি আংশিক উৎপাদনে ছিল। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে গত ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন কমে যায়। উৎপাদন বাড়াতে কাজ করছিলেন প্রকৌশলীরা। কিন্তু শুক্রবার (২৮ জুন) সকাল পৌনে ১০টায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর সোমবার ভোরে আদানির প্রথম ইউনিট আবার চালু হয়।৷ এরপর গতকাল সন্ধ্যায় চালু হয় দ্বিতীয় ইউনিটও। রাত ৯টার খবর অনুযায়ী, প্রথম ইউনিট থেকে প্রায় ৭৬৬ ও দ্বিতীয় ইউনিট থেকে প্রায় ৭৫৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন