আন্দোলন ও আলোচনা দুটোই চলবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ প্রজ্ঞাপন বাতিল দাবিতে সারা দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। ১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি গতকাল চতুর্থ দিনেও অব্যাহত ছিল। গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ততায় তা স্থগিত করে দেন তিনি। কর্মবিরতি অব্যাহত রেখে আজ আবারো বৈঠকের বিষয়ে জানানোর কথা বলেছেন শিক্ষকরা। সুতরাং আন্দোলন ও আলোচনা দুটোই চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। 

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন কর্মবিরতিতে থাকা শিক্ষকরা। এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া বলেন, আগামীকাল (আজ) মন্ত্রী মহোদয় আমাদের বৈঠকের বিষয়ে জানাবেন। তবে আমরা আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন