চার মোবাইল অপারেটরকে অবৈধ সুবিধা দেয়ার অভিযোগ

সাবেক ভ্যাট কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল লিমিটেডকে ১৫৩ কোটি টাকার অবৈধ সুবিধা দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মঙ্গলবার (১১জুন) দুদকের সহকারী পরিচালক মো. শাহআলম শেখ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি দায়ের করেন।  

এজাহারে অভিযোগ আনা হয়, ক্ষমতার অপব্যবহার করে ওয়াহিদা রহমান চৌধুরীর একক নির্বাহী সিদ্ধান্তে ১৬টি নথিতে ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করা হয়। এনবিআরের অভ্যন্তরীণ তদন্তেও এই সত্যতা পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘তদন্ত পর্যায়ে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হবে। ‘

ওয়াহিদা রহমান চৌধুরী দেশে বাইরে নাকি দেশে রয়েছেন এই প্রশ্নে দুদক সচিব কোনো উত্তর দেননি।

তবে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘তিনি দেশেই রয়েছেন। চাকরি থেকে অবসরে গেছেন।

অভিযোগের বিষয়ে ওয়াহিদা রহমান চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘আমি সারা জীবন সততার সঙ্গে চাকরি করেছি। দুদক যে বিষয়ে অভিযোগ এনেছে, এর সবই হাইকোর্টে বিচারাধীন।’

এনবিআরের তদন্ত কমিটিও সত্যতা পেয়েছে জানালে তিনি বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসা করেন। এনবিআরে এখন কে যে কী করছে, আমার জানা নেই। ২০১৬ থেকে ২০১৯ সালে এসব এডিআর হয়েছে। আমার সময়ে নয়।’

আপনি একক নির্বাহী আদেশে মওকুফ করে দিয়েছেন। দুদকের এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘মওকুফ আবার কী। নোটে একটা বিষয় প্রতিষ্ঠিত করতে পারলে, তারপরই না শাস্তি। এটা তো প্রতিষ্ঠিত হতে হবে। এটা একটা সালিশ।’

অনুসন্ধান পর্যায়ে দুদক তার কোনো বক্তব্য নেয়নি। কোনো নোটিসও দেয়নি বলে অভিযোগ করেছেন ওয়াহিদা রহমান চৌধুরী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন