মুহুর্মুহু রকেট হামলায় কাঁপল ইসরায়েল

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।  সোমবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এ ঘটনায় অনেক বাসিন্দারা এলাকা থেকে পালিয়েছে। খবর রয়টার্স। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করা হয় । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু ক্ষুদেবার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ হতে পারে ইসরাইলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে। যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই এ যুদ্ধের সূত্রপাত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন