নিজ দলের ভেতরেই চাপের সম্মুখীন বাইডেন

বণিক বার্তা অনলাইন

ছবি: আল জাজিরা

নিজের দল ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে চাপের মুখে পড়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হয়েছেন বাইডেন। এরপর থেকেই নির্বাচন নিয়ে বাইডেন যেন মুদ্রার ওপিঠ দেখতে শুরু করেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পাশাপাশি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ ক্রমেই বাড়ছে। খবর বিবিসি।

আসন্ন নির্বাচন নিয়ে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্যদের অনেকেই বাইডেনের জয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এমনকি নির্বাচনের মাস চারেক আগে এসে এই ডেমোক্রেটদের অনেকেই আবার তাকে সরে যেতে বলছেন। যদিও বাইডেন তাদের এ শঙ্কাকে নাকচ করে দিয়েছেন।

বাইডেন যথেষ্ট শক্ত ও জোরালোভাবেই জানিয়েছেন, তিনি শেষ পর্যন্ত লড়ে যাবেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন