শ্রম খাতের সংস্কারে প্রকল্প

আড়াই কোটি ডলার অর্থায়ন করবে ইইউসহ তিন দেশ

নিজস্ব প্রতিবেদক

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশঅ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছে। উপলক্ষে গতকাল লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় প্রকল্পে আগামী চার বছরে প্রায় আড়াই কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস সুইডেন, যা ২০২৬ সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পুতিয়ানিন। আরো উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচই চার্লস হোয়াইটলি, সুইডেনের রাষ্ট্রদূত এইচই আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে, ডেনমার্ক দূতাবাসের হেড অব কো-অপারেশন অ্যান্ডার্স কার্লসেন এবং নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব কো-অপারেশন থিজ ওউডস্ট্রা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন