সংসদে বস্ত্র ও পাটমন্ত্রী

রফতানি আয়ের ৮৪ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পোশাক শিল্প খাতকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, রফতানি আয়ের শতকরা ৮৪ শতাংশের বেশি আসছে শিল্প থেকে। গতকাল সংসদ অধিবেশনে স্বতন্ত্র সদস্য মো. খসরু চৌধুরীর লিখিত প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান।

বস্ত্রমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্প মালিকদের কল্যাণে বস্ত্র অধিদপ্তর বিভিন্ন কাজ করছে। দেশের বস্ত্র খাতকে যুগোপযোগী, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন, টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ আকৃষ্টকরণের জন্য বস্ত্র আইন, ২০১৮ পাস হয়েছে। সংসদে তিনি জানান, বায়িং হাউজ নিবন্ধনের প্রজ্ঞাপন-২০১৯ জারি করা হয়েছে। সে অনুযায়ী পর্যন্ত হাজার ৮৩টি স্থানীয় বিদেশী বায়িং হাউজ নিবন্ধিত হয়েছে।

বস্ত্রমন্ত্রী আরো জানান, বর্তমানে বস্ত্র অধিদপ্তরের আওতাধীন নয়টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১৫টি টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে গড়ে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী টেক্সটাইল বিষয়ে পাস করে বের হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন