সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় প্রাণ গেল ১৭ জনের

বণিক বার্তা ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় গতকাল এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তার পাশে উল্টে পড়ে আরেকটি বাস ছবি: নিজস্ব আলোকচিত্রী

সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে রংপুর, সিলেট, বগুড়া, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, শেরপুর, ময়মনসিংহ, দিনাজপুর ও জয়পুরহাটে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবরে—

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় লিখন মিয়া (২৭) ও আবুল কালাম আজাদ (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর বেলতলিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লিখন একটি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। এছাড়া সকালে তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ নিহত হন।

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনমাগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেট কারচালক মোহাম্মদ আলী।

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টায় জেকে কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়ার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম ও জিয়ানগরের মোসাদ্দেকুল ইসলাম।

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার কাজুলিয়া ও বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের দীনবন্ধু মজুমদারের ছেলে নৃপেণ মজুমদার (৫৫) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত আমির শেখের ছেলে ভ্যানচালক ছকু শেখ (৬৫)।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদে গত বুধবার রাতে ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জের নিকলী থানার টিক্কলহাটি গ্রামের কাসেম মিয়ার ছেলে রাজু মিয়া (২০) ও তাজউদ্দিনের ছেলে বাস চালকের সহকারী সাইফ মিয়া (২০)।

নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে আরজিনা বেগম (৪৫) নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিমুলতলা চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু রমজান আলী (৩) নিহত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার পশ্চিম দড়িপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। রমজান আলী ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

ময়মনসিংহের ভালুকায় এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় তানজিয়া পরিবহনের সহকারী নিহত হয়েছেন। গতকাল সকালে মহেরাবাড়ী জিনজিরা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দিনাজপুরের বিরামপুরে গতকাল সকালে ট্রাকচাপায় শিশু তাহমিদ সরকার (৮) নিহত হয়েছে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী মিজানুর রহমান মুক্তার (৪০) নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের বেগমপুর মোড়ে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদরের মঙ্গলবাড়ীতে গতকাল সকালে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ঈশ্বরপুর গ্রামের এনজিও কর্মী জুঁথি সুলতানা (২২) ও ইছুয়া খাত্তা গ্রামের মরিয়ম (২০)।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন