গাজায় একদিনে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত —জাতিসংঘ

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

একদিনে গাজা শহর থেকে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত বৃহস্পতিবার গাজা শহরের পূর্বাঞ্চল থেকে এসব ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। খবর আনাদোলু।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টিফেন ডুজারিক বলেন, ‘মানবিক কাজে আমাদের যেসব সহযোগী আছে, তারা নতুন বাস্তুচ্যুতির খবর দিচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েলের সামরিক বাহিনী গাজা শহরের পূর্বাঞ্চলের ২৮টি আবাসিক ব্লকের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয়।’ ডুজারিক বলেন, ‘২৮টি ব্লক সাত বর্গকিলোমিটারের বেশি এলাকাজুড়ে বিস্তৃত। এসব ব্লকের অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’

জাতিসংঘের এ মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাতভর রাফা শহরের আল-মাওয়াসি এলাকায় সামরিক অভিযান চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি অন্তত পাঁচ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তাদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৭ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের হামলায় ২৩ লাখ বাসিন্দার গাজা উপত্যকার বেশির ভাগ অংশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সেখানকার সিংহভাগ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। 

ডুজারিক জানান, গাজা উপত্যকার বেশির ভাগ এলাকায় ত্রাণসহায়তা প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি সেনারা নানাভাবে বাধা দিয়ে আসছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিভাগের উদ্ধৃতি দিয়ে ডুজারিক বলেন, ‘গাজা উপত্যকায় শতাধিক ত্রাণশিবির রয়েছে। এর মধ্যে অর্ধেকের কম ত্রাণশিবিরে কার্যক্রম চালাতে দিচ্ছে ইসরায়েলি সেনারা। বাকিগুলোয় নানা অজুহাতে বাধা দেয়া হচ্ছে।’

ডুজারিক বলেন, ‘সত্যি বলতে কি সেখানে প্রতিদিনই বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। তবে রাফা ও দক্ষিণাঞ্চলে এ হার বেশি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন