রাষ্ট্রদূতদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের ম্যাংগো ট্যুর

বণিক বার্তা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: নিজস্ব আলোকচিত্রী

বাংলাদেশের আম সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে নিয়ে ম্যাংগো ট্যুর আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের নেতৃত্বে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে একটি আমবাগান পরিদর্শন করেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘‌আম রফতানি বাড়াতে কাজ করছে সরকার। আমাদের দেশের আমের ব্র্যান্ডিংয়ের লক্ষ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে আমবাগান পরিদর্শনে নিয়ে আসা হয়েছে। তারা দেখে সুপারিশ করবেন, এতে আম রফতানি আরো বাড়বে, যা আমাদের অর্থনীতিতেও ভূমিকা রাখবে।’

ম্যাংগো ট্যুরে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ারসহ কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ম্যাংগো ট্যুরের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ট্যুরিজম ও দেশের আম রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন