শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতারা। গতকাল গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। এর আগে গত বুধবার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের মূল কমিটির তালিকা প্রকাশিত হয়। এছাড়া ১৮ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। ২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত কাউন্সিলের আলোকে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সভাপতি এবং অ্যাডভোকেট মাহাবুবুল বারী মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন