চসিকের বাজেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চট্টগ্রাম সিটি করপোরেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। গত অর্থবছরে বাজেট ছিল ১ হাজার ৬৬১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা, যার ৮৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

বাজেট অধিবেশনে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি ১ হাজার ৭৫ কোটি টাকা দেনা নিয়ে। তিন বছর দেনা পরিশোধের পর এখন চসিকের দেনা ৪৪০ কোটি টাকা। আয়কর বাবদ ১১৩ কোটি ৪৬ লাখ এবং মূল্য সংযোজন কর বাবদ ১৩৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। আনুতোষিক বাবদ ১৮ কোটি ৪১ লাখ এবং ভবিষ্যৎ তহবিলে ১৬ কোটি ৯৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন