এজেন্টকে না বলেই ডেডপুলের সঙ্গে যুক্ত হন হিউ জ্যাকম্যান

ফিচার ডেস্ক

ছবি: ভালচার

বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। আগামী ২৬ জুলাই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর নাম প্রথমে ছিল ‘ডেডপুল থ্রি’। পরে ডেডপুল অ্যান্ড উলভারিন করা হয়। নাম থেকেই বোঝা যায় এবারের সিনেমায় ডেডপুলের পাশাপাশি উলভারিন একটা বড় অংশ জুড়ে থাকবে। মজার ব্যাপার হলো, এ সিনেমার জন্য একদমই প্রস্তুত ছিলেন না হিউ জ্যাকম্যান। তিনি মনে করেছিলেন, উলভারিন চরিত্রে তার দেয়ার মতো আর কিছু নেই। ছেড়েই দিয়েছেন লোগানের পর চরিত্রটি। কিন্তু এর পরই নতুন সিনেমাটি তার হাতে আসে এবং তিনি নিজের এজেন্টকে না জানিয়েই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন।

সিনেমায় নিজের সংযুক্তি প্রসঙ্গে জ্যাকম্যান বলেন, ‘আমি কোথাও যাচ্ছিলাম। ড্রাইভ করছিলাম আসলে। তখনই কেমন যেন ভেতর থেকে মনে হতো রেলন্ডসের সঙ্গে সিনেমাটা আমি করতেই পারি।’ 

কিন্তু কেন তিনি এটি করতে চাইলেন, এমন কী বিষয় ছিল। এ নিয়ে জ্যাকম্যান বলেন, ‘ডেডপুল আর উলভারিন একসঙ্গে ফিরবে, সে কারণেই সিনেমাটা করতে চেয়েছি। লোগানের পর তো মনে করেছিলাম উলভারিন আর করব না। আর আমি শপথ করেই বলছি, আমার মনে হয়েছিল ওখানেই শেষ। কিন্তু ডেডপুলের প্রথম সিনেমাটা দেখার পর থেকেই আমার মনে হয়েছিল এ দুই চরিত্র একসঙ্গে আসতে পারে। আমার বিশ্বাস ছিল দর্শকও এ রকম কিছু দেখতে চায়। উলভারিনের চরিত্রে অভিনয় করার সময় থেকেই সে কথা আমার মনে হয়েছিল।’

এ কথা মনে হওয়ার পরই রায়ান রেনল্ডসকে ফোন করেছিলেন হিউ জ্যাকম্যান। তিনি বলেন, ‘আমি ফেরার জন্য উন্মুখ ছিলাম আর ফিরেই রায়ানকে ফোন করি। বলি এ সিনেমা দুজন মিলে করব। কিন্তু আমি আমার এজেন্টকে জানাইনি।’

হলিউডের মতো জায়গায় এজেন্টকে সিনেমা সম্পর্কে জানানো বা এজেন্টের সঙ্গে আগে থেকে কথা বলা জরুরি। অনেক সময় এজেন্টরাই ঠিক করে দেন অভিনেতা কোন সিনেমায় অভিনয় করবেন আর কোনটায় করবেন না। ইচ্ছা থাকলেও শিডিউল, ক্যারিয়ারের ক্ষতি ইত্যাদি চিন্তা করে তারা সব সিনেমা হাতে নিতে পারেন না। কিন্তু সিনেমাটিতে অভিনয় করতে হিউ জ্যাকম্যান এতই মরিয়া ছিলেন যে তিনি এজেন্টকে না জানানোই ভালো মনে করেন। পরে জানিয়েছিলেন।

সে প্রসঙ্গে জ্যাকম্যান বলেন, ‘এরপর আমি আমার এজেন্টকে ফোন করেছিলাম। করতেই হতো। তবে ফোন করে আমি তাকে জানাই যে একটা সিনেমার জন্য আমি কথা দিয়ে ফেলেছি।’

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন