১৬ বছর পর পূরণ হলো নিরাজের স্বপ্ন

ফিচার ডেস্ক

ছবি: হিন্দুস্তান টাইমস

পরিচালক নিরাজ পাণ্ডে বলিউডে থ্রিলারের জন্য জনপ্রিয়। তিনি নির্মাণ করেছেন এ ওয়েডনেসডে, স্পেশাল ছাব্বিশ, বেবির মতো সিনেমা। স্পেশাল অপস নামে সিরিজও জনপ্রিয় হয়েছিল। তার সাম্প্রতিক সিনেমা ‘অউরো মে কাহা দম থা’। এতে অভিনয় করেছেন অজয় দেবগন। তার বিপরীতে থাকছেন টাবু। সিনেমাটি সোশ্যাল ড্রামা। লাভ স্টোরিও বলা যায়। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হলো। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে নিরাজ জানালেন ১৬ বছর সময় লাগল তার একটি লাভ স্টোরি বানাতে। এর অন্যতম কারণ এ রকম গল্পের জন্য তিনি প্রযোজক পাননি। এমনকি ‘অউরো মে কাহা দম থা’র গল্প শোনালে অজয় দেবগনও তাকে বলেছিলেন স্পাই স্টোরি থেকে সিনেমা নির্মাণ করতে।

নিজের এ যাত্রা নিয়ে নিরাজ বলেন, ‘‌১৬ বছর লাগল আমার একটা প্রেমের গল্প নিয়ে সিনেমা বানাতে। কারণ শুরুতে যখন প্রেমের সিনেমা বানাতে চাইতাম, প্রযোজক রাজি হতেন না। আমি এতগুলো বছর অপেক্ষা করেছি উপযুক্ত সময় আসার জন্য।’

প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্রে নিরাজ আরো সমস্যায় পড়েছিলেন। তাকে সবাই অন্য ধারার সিনেমা নির্মাণ করতেই বলতেন। তবে তিনি মনে করেন চারপাশ থেকে আসা এসব চাপ নিয়ে মাথা ঘামানো ঠিক না।

এ প্রসঙ্গেই তিনি জানান, অজয় দেবগনও প্রথমে লাভ স্টোরি নিয়ে আগ্রহী ছিলেন না। কেননা স্রোতের বিপরীতে গেলে ঝুঁকি থাকবে। অজয় নিজেও সে কথা সমর্থন করেন। তিনি বলেন, ‘নিরাজ যখন আমাকে গল্পটা বলে আমি তখন তাকে বলেছিলাম যে গল্পটা সুন্দর। আমাকে সেটা ছুঁয়ে গেছে। কিন্তু এ সিনেমা ব্যবসায়িকভাবে কতটা সফল হবে তা নিয়ে আমার সন্দেহ আছে। নিরাজ আমাকে বলেছিল, ব্যবসায়িক দিক নিয়ে সে চিন্তা করতে চায় না।’

এ প্রসঙ্গেই নিরাজ আবার বলেন, ‘সে (অজয়) বলেছিল আমি কেন স্পাই থ্রিলার বানাচ্ছি না। আমি তখন বলেছিলাম যে এ সিনেমার পর সেটা বানাব।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন